শুভ জন্মদিন
………………….জসিম উদ্দিন ভূঁইয়া
আবার এলো আজকে
কবি’র শুভ জন্মদিন
শুভ জন্মদিনের শুভেচ্ছা
হে কবি গ্রহন করুন।
জ্ঞানে গুণে অসাধারণ
বাংলা সাহিত্যের জগতে
তিন শতাধিক গ্রন্থের লেখক
জেনেছি একুশে বই মেলাতে।
কতো সাহিত্য আয়োজনে
আপনার মূল্যবান বক্তব্য শুনেছি
তা’থেকে কতো কিছু জেনেছি
আপনার উৎসাহে লিখতে শিখেছি।
এ শুভ জন্মদিনে কৃতজ্ঞতা জানাই
জানাই শুভেচ্ছা ও শুভ কামনা
সাহিত্যের পাতায় হাজার বছর থাকুন
শুভ দিনে করছি এই প্রার্থনা।