Saturday, 22 February 2025, 09:04 AM

কবি প্রকাশ চন্দ্র রায়-এর কবিতা ”সুনন্দিতার হাত”

সুনন্দিতার হাত

………………প্রকাশ চন্দ্র রায়

ছেড়ে যাওয়া মথিত হাত ফের অকস্মাৎ ফিরে এলো সুগন্ধি পুষ্প নিয়ে।

কি ছিল অপরাধ কেন সে সুপ্রিয় হাত,

গিয়েছিল চলে অশান্তির আগুনে ফেলে?

ফিরে তো আসলো সে অবশেষে,

বসলো কাছে ভালবেসে;

মোছালো চোখের জল অচঞ্চল শাড়ীর আঁচলে।

পূর্বোক্ত কথকতা অব্যক্ত বিরহব্যথা,

কেন আর অযথা-ব্যক্ত করি পুনর্মিলনকালে।

হাতের মাঝে সুনন্দিতার হাত,

অতি সুখে সুনিশ্চিত থাক প্রণয়বিলাসে।