বিবাগী মন
……………….রোজী খান
আসবে না জেনেও প্রতীক্ষায় থাকি,
কোনো এক মেঘলা দিনে নিতান্তই ময়ূরীর নৃত্য দেখার ছলে
আমায় জানতে ইচ্ছে হলে জেনে নিও নিঃসঙ্গ গাংচিলের কাছে
কতটুকু ব্যথা এবং আর্দ্রতা দখল করে রেখেছে আমৃত্যু আমার
আমাকে মরীচিকা জেনেও কতটা ক্ষত আর ক্ষতি নিয়ে
ভারাক্রান্ত হৃদয়ে আনমনে বালুচরে খেলা ঘর বাঁধি কালো মেঘে
ঢেকে থাকে আমার আকাশ কালবৈশাখীর তাণ্ডব ঝড়ে
নিমিষেই হয় সব চুরমার প্রতিদিনই নতুন সূর্য ওঠে রঙিন
স্বপ্ন নিয়ে শুধু আমার আকাশই মেঘে ডাকা,
চিরচেনা শহর কেন যে আজ অচেনা লাগে !
এইতো সেদিন তুমি আমি ঘুরে এলাম শহরের এ-গলি ও-গলি কই ,
তখন তো বলোনি তুমি চলে যাবে অন্য শহরে কেন বলোনি
তোমার চলার পথ ভিন্ন কেন বোঝনি কতটা ভালবাসি
তোমায় কতটা প্রহর গুনেছি তোমার অপেক্ষায়,
ভালবাসাহীন তোমার শহর থেকে আমিও বিবাগী হব
চলে যাব দুরে-বহুদূরে বিবাগী মন
তাই ক্লান্ত চরণে ঠিকানা খোঁজে ফিরে ,
অতঃপর তুমিও বদলে গেলে নতুন শহরে অন্য কেউ হয়ে,
আর এভাবেই কিছু রঙিন স্বপ্ন ধূসর বর্ণে বিলীন হয় ।