……………শেখ বিপ্লব হোসেন
লোক দেখানো ভাষণ দিয়ে লাভ কী বলো?
সঠিক পথে নিজেই যদি নাইবা চলো।
নীতিকথা বলতে মুখে তারই সাজে,
ন্যায়ের পথে লড়ে যে জন সকল কাজে।
যে দেশের আইন চোখে পর্দা টানা
সেই দেশেতে ওসব করতে নেইতো মানা!
ক্ষমতার দাপট যাদের তারাই হিরো,
আমজনা নামেই শুধু, একটা জিরো।
আবু জেহেল আবু লাহাব আজও আছে
তাইতো এমন মন্দ কর্ম হয় অনায়াসে।
অন্যের ভাগে থাবা দেওয়াই ওদের স্বভাব
ওদের রুখতে সুশাসণের বড় অভাব!
ওই পশুদের রূখতে এসো আমরা দাঁড়াই
আঁধার টুটে আনতে আলো হাতটা বাড়াই!