Sunday, 22 December 2024, 01:46 PM

খেলাফত মজলিসের আমিরের দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজীরবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। তার প্রিয় কর্মস্থল কাজীরবাজার মাদরাসা সংলগ্ন স্থানে তাকে শেষনিদ্রায় শায়িত করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা হাবীবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, তিন মেয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

১৯৪৫ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘনশ্যাম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আল্লামা হাবীবুর রহমান জামেয়া মাদানিয়া কাজীরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। হাবীবুর রহমানের জানাজায় লাখো মানুষের ঢল নামে। তার দ্বিতীয় ছেলে মাওলানা ইউসুফ জানাজায় ইমামতি করেন।

এদিকে, হাবীবুর রহমানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেযর বদর উদ্দিন আহমদ কামরানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

B/P/N.