Thursday, 06 February 2025, 02:13 AM

কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে কবি আজহারুল ইসলাম আল...

কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ  উপজেলার কবি, লেখক, নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদের ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে।


রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধায় কিশোরগঞ্জ উপজেলা সহ দেশের  বিভিন্ন স্থানে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও সাহিত্য শিখা পরিষদ কিশোরগঞ্জ, নীলফামারীর সভাপতি কবি, সাহিত্যিক ও টইটই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক  আজহারুল ইসলাম আল আজাদের জন্মদিন উপলেক্ষে থানা মোড় সাহিত্য শিখার অস্থায়ী কার্যালয়ে কেক কাটাসহ কবির বিভিন্ন প্রকাশনার উপরে আলোচনায় অংশ নেয় উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাহিত্য শিখা পরিষদে সাধারণ সম্পাদক কবি ডাঃ প্রকাশ চন্দ্র, কবি আব্দুল লতিফ প্রামানিক, দৈনিক আজকালের খবর ও দৈনিক দাবানল পত্রিকার সাংবাদিক এবং উপজেলা রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি কাওছার হামিদ,কবি আব্দুল আলিম বাঙালি,রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজাদ হোসেন আওলাদ মিয়া প্রমুখ।