নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ(নীলফামারী):
কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের ব্যবস্থাপকের মা ও খালা কর্তৃক বসতবাড়ীর প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া মন্ডলবাড়ী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মন্ডলের কবলা খরিদ মুলে প্রাপ্ত ভোগ দখলীয় বসতবাড়ি ভিটার সম্পত্তির উপর একটি প্রাচীর নির্মান ছিল। উক্ত সম্পতিতে দীর্ঘদিন ধরে ভুয়া মালিকানা দাবী করে দখলের পায়তারার জন্য বিভিন্ন সময় হুমকী প্রদান করে আসছিলেন প্রতিপক্ষরা। ঘটনার দিন ৬ ডিসেম্বর ওই জমিতে রফিকুল ইসলাম মন্ডল ঘর উত্তোলন করার জন্য প্রস্তুতি নিলে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুপুর আনুমানিক ২টার সময় লাটি ছোরা, কুড়াল, লোহার রড, খন্তিসহ জমির উপর এসে প্রাচীর ভাংতে থাকেন এতে বাধা প্রদান করিলে ওই এলাকার মনতাজ হোসেনের স্ত্রী আমিরন বেগম(৫০), কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের মা মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী শরীফা বেগম (৫৫) গাড়াগ্রাম ইউনিয়নের সয়ড়াগন্ধা গ্রামের মৃত মজিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৮), গংগাচড়া উপজেলার আলম বিদিতর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে স্বাধীন মিয়া (২৫) অকট্য ভাষায় গালিগালাজ, ধাক্কা-ধাক্কিসহ উক্ত বাউন্ডারী ওয়ালের প্রাচীর ভেঙ্গে ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতক্ষ্যদর্শী ওই গ্রামের মঞ্জিলা বেগম, লেবু মিয়া, মন্ডলবাড়ীর কাজের বুয়া নুরজাহান বেগম ও আবুল কাশেম ফোরকানিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা আবুসালেহ মুসা সংবাদদাতাকে জানান রফিকুল ইসলাম মাস্টারের কেনা জমি বাউন্ডারী ওয়াল দিয়ে ঘেরা ছিল উক্ত স্থানে ঘর উত্তোলন করার জন্য গেলে উপরোল্লিখিত ব্যক্তিগণ এখানে এসে প্রাচীর ভাংচুর করার পর সেখানে কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন মুরাদের উপস্থিতে তার হুকুমে তারা গাছ রোপন করেন এবং বাঁশের বেড়া দেন। প্রাচীর ভাংচুর ও গালিগালাজের বিষয়ে কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন মুরাদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন উক্ত জমিতে আমার মা এবং খালাদের অংশ রয়েছে দীর্ঘদিন ধরে উক্ত জমি জোরপূর্বক দখল করে আছেন। জমি ছেড়ে দেওয়ার কথা বললে আমার মামারা দখল না দেওয়ার কারনে তাদের অংশে প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে বেড়া দিয়ে গাছ লাগান। এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জমির মালিক রফিকুল ইসলাম মন্ডল