Tuesday, 29 July 2025, 03:43 AM

কিশোরগঞ্জ উপজেলায় ৩২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সনদ ও...


মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলায় শ্রেষ্ঠ অর্জনকারী ৩২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।


বৃহস্পতিবার দুপুরে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলার ৩২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যৌতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ উজ জামান প্রমুখ। এতে শ্রেষ্ঠ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে গত ২১ শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তে কোমলতি শিক্ষার্থীদের প্রাণহানির জন্য শোক প্রকাশ,১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P