কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিবৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করতে আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে। কিশোরগঞ্জে উপজেলার ১৭৫টি বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী কর্মদিবসগুলোতে প্রতিদিন এ কর্মসূচির আওতায় আসবে।
শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্য তালিকায় রয়েছে কলা, সিদ্ধ ডিম ও বোনরুটি। খাদ্য প্রস্তুত ও বিতরণের জন্য প্রতিটি স্কুলসংলগ্ন এলাকায় একজন করে ‘মাদার’ নিয়োগ দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা ইএসডিও।
ইএসডিও নীলফামারীর প্রজেক্ট কো-অর্ডিনেটর শামসুল ইসলাম জানান, সাপ্তাহিক রুটিন অনুযায়ী খাদ্য বিতরণ করা হবে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে। এতে বিদ্যালয়ে উপস্থিতি ও ভর্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।
কিশোরগঞ্জ উপজেলার নবাগত ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাল ২৮ ডিসেম্বর সকালে কেশবা ইউনাইটেড মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি চালু করবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা মোসা. মাহমুদা খাতুন।