কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জে বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মী, সমর্থক নিয়ে বিএনপি বিশাল শোডাউন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিন বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকারের নেতৃত্বে একটি বিশাল শোডাউন স্থানীয় স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ধানের শীষ, ধানের শীষ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে কিশোরগঞ্জ। এসময় সংক্ষিপ্ত সমাবেশে নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির নেতৃত্বে আমরা সকলে আজ একত্রীত হয়েছি। দলের মধ্যে কোন মত পার্থক্য নেই। সবাই এক কাঁতারে দাড়িয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকাকে খুব ভালবাসতেন। নীলফামারী ৪ আসন সহ রংপুর অঞ্চল যেন বিএনপির ঘাটি হয় সেই স্বপ্নই দেখেছিলেন গণতন্ত্রের মাতা খালেদা জিয়া। সেই স্বপ্ন পূরণ করতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন ১২ ফেব্রুয়ারী ইনশাআল্লাহ ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ বিএনপির হাজারের বেশি নেতাকর্মী সমর্থক অংশ নেয়।
এর আগে স্থানীয় স্টেডিয়াম মাঠে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সৈয়দপুর জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী ও অন্যান্য নেতৃবৃন্দ । দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার কিশোরগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন।