কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪জন নেতাকর্মীকে আটক করেছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পুটিমারী মাঝা পাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে পুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদর উদ্দিন, পানিয়াল পুকুর ফরুয়া পাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে নিতাই ইউনিয়নের ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিতাই ইউনিয়নের পূর্বকাচারী পাড়া গ্রামের মতিলালের ছেলে আওয়ামীলীগের সমর্থক নুর হোসেন, মুশরুত পানিয়ালপুকুর স্কুল পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে নিতাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খোকন মিয়া। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।