কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) ঃ
নীলফামারী জেলার কৃতি সন্তান বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্খিরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাঁর জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মোশাররফিয়া (লেবু মিঞা) হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অত্র মাদ্রাসার মোহতামীম হাফেজ অলিউল্লাহ সিদ্দিকী ছাত্রদের নিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। তাঁর জন্মদিন উপলক্ষে তাঁকে সম্মানণা ক্রেস্ট প্রদান করা হয় সম্মানণা ক্রেস্ট গ্রহন করেন তাঁর পরিবারের পক্ষ থেকে ছোটভাই উত্তর মাগুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহঃসভাপতি কাওছার হামিদ, শিক্ষক আজাদুল করিম আজাদ ও ইসালামি ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আবুল হাসান নয়ন।