কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রস্তুতি মূলক সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমীর প্রকৌশলী আব্দুল হালিম,গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এ কে উদার, সাংবাদিক আবু হাসান শেখ তনা, কে এম শাকীরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ বছর উপজেলার ৯ টি ইউনিয়নে ১১৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। অধিক গুরুত্বপূর্ণ পূর্ণ ১৬ পূজা মন্ডপে নেয়া হয়েছে আইনশৃঙ্খলার কঠোর নিরাপত্তার ব্যবস্থা।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,দূর্গা পূজা যেন নির্বিঘ্নে করতে পারে সে জন্য রাজনৈতিক bনেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫শ কেজি করে চালের বরাদ্দের ডিও প্রদান করেন।