কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: প্রচন্ড গরমের দাপট ও দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে ইরি ধানসহ বিভিন্ন ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক পশলা বৃষ্টি হওয়ায় জনমনে ফিরে এসেছে একটু স্বস্তির নিশ্বাস। দীর্ঘ কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও কিশোরগঞ্জ উপজেলায় কোন বৃষ্টির দেখা মিলিনি।
তাই দীর্ঘদিন পর একটু বৃষ্টি নামলেও ফসলীমাঠসহ জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রাণীকুল থেকে শুরু করে বৃক্ষরাজি ফিরে পেয়েছে তাদের নতুন যৌবন। স্থানীয় লোকজন জানান বেশ কিছুদিন ধরে আকাশ মেঘলা-মেঘলা ভাব লক্ষ্য করা যাচ্ছিল এমনকি হালকা বাতাস বইছিল কিন্তু বৃষ্টির দেখা মিলেনি ১০ এপ্রিল২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলার মুদি ব্যবসায়ী শামীম রেজা বলেন এই সময়ের জন্য যতটুকু বৃষ্টি হয়েছে এটা প্রকৃতির জন্য মঙ্গল কামনা করি। বৃষ্টির ফলে রাস্তার ধুলোবালু গুলো বসিয়ে গেছে দোকান কিংবা বাড়ি থেকে বের হলে ধুলোর জন্য থাকা যাচ্ছিল না। বৃষ্টি হওয়ায় একটু স্বস্তিতে আছি। অপরদিকে বৃষ্টির ফলে আম,লিচুসহ কিছু ফল জাতীয় ফসলের একটু ক্ষতি হয়েছে যেমন কিছু কিছু বাগানে আম ও লিচুর আটি পরে গেছে।