কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: অবিশ্বাস্য হলেও সত্য নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের একটি পরিবারে ৮ বছর ধরে খড়েরগদায় (পোয়ালপুজ) আকস্কিকভাবে আগুন লেগে ভস্মিভুত হয়ে যায়। এটি শুধু নতুন করে নয় প্রতি বছরে গ্রীস্ম কিংবা শীতকালে এই আগুনের ঘটনাটি ঘটে। এবারও ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন মিয়া পাড়া গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (কেলটা) মামুদের বাড়ির খড়েরগদায়।
এলাকালাবাসী জানান এটি একটি অলৌখিক ঘটনা প্রতি বছরে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে থাকে। কিভাবে আগুনের সুত্রপাত হয় তা কেউ বলতে পারে না। তারা জানান কোন বছরে রাতের বেলা আবার কোন বছরে সন্ধায় কিংরা দিনের বেলায়। ওই পরিবারের মালিক আতিয়ার রহমান (কেলটা) জানান কিভাবে আগুন লাগে আমি জানিনা শুধু আল্লাহকে বিচার দেওয়া ছাড়া আমার কিছুই করার নেই। এই খড়েরগদা দিয়ে আমার গরুর খাদ্য হিসেবে ব্যবহার করি এমনকি ধান সিদ্ধোর কাজেও ব্যবহার করি, প্রতি বছরে এভাবে আগুনে পুড়ে গেলে গো-খাদ্যে সংকটে পড়তে হয়। স্থানীয় মসজিদের ঈমাম ও খতীব আশিকুর রহমান বলেন এটি কোন দুষ্ট জ্বীনের কাজ হতে পারে। এ ব্যাপারে মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন এ ধরনের ঘটনা এলাকায় বিরল, কেউ শত্রæতার জেরে কিংবা অন্য কোনভাবে লাগাতে পারে সেহেতু কেউ প্রতক্ষদর্শী নেই এ ব্যাপারে কোন মন্তব্য করা যাচ্ছে না।