কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফামারীঃ এ্যাসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ উপজেলা (এ্যাডকিউ) এর উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মন্ডলবাড়ী সংলগ্ন আবুল কাশেম ফোরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনেআ অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
অত্র সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডকিউ এর উপদেষ্টা ও মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল, এ্যাডকিউ এর সদস্য সাংবাদিক কাওছার হামিদ, সোহানুর রহমান সোহান,আবুল কাশেম ফোরকানিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা আবু সালেহ মুসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজ ও বাংলার গণজাগরণ২৪।