কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফামারী)ঃ নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট কিশোরগঞ্জ উপজেলা (এ্যাডকিউ) এর উদ্যোগে মাগুড়া বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫০ জন দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় শীতবস্ত্র হিসাবে হুটি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, এ্যাডকিউ সভাপতি আব্দুল মান্নান, সদস্য সাংবাদিক কাওছার হামিদ,সদস্য মোজাম্মেল হক নয়ন, অত্র এতিমখানার মোতামীম হাফেজ মাওলানা আবু সায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।