Monday, 10 March 2025, 09:14 AM

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সিস্টেম শক্তিশালী করণ...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে নিতাই ইউনিয়ন পরিষদের  স্থায়ী কমিটির সিস্টেম  শক্তিশালী করন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার সকালে  চেয়ারম্যান, সেক্রেটারি,  ইউপি সদস্য,ধর্মীয় নেতা, ভিডিসি, যুব ও শিশু ফোরামের  সদস্যদের অংশগ্রহণ নিতাই ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা করা হয়।


কিশোরগঞ্জ এপি,  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ  এর সার্বিক  তত্ত্বাবধানে  সভাটি পরিচালিত হয়।


চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর সভাপতিত্বে এ সময় সেফগার্ড এন্টি করাপশন পলিসি শেয়ার প্রোগ্রাম  একাউন্টটিবিলিটি, ডি, আর ও সিসিএ, বাল্যবিবাহ মুক্ত গ্রাম গঠন বিষয়ক শেয়ার এনাফ ক্যাম্পেইন মেসেজ শেয়ারিং,  উদ্দেশ্য শেয়ারিং,  শিশুদের জবাবদিহিতা বিষয়ক প্রক্রিয়া, কিভাবে ঝুকি হ্রাস করা যায়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন উপকমিটির দায় দায়িত্ব ও কার্যকরী ভূমিকা রাখা সম্পর্কে শেয়ারিং,  শিশুদের জন্য জবাবদিহিতার বিষয়গুলি কিভাবে আমরা নিশ্চিত করতে পারি এ বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে মতামত প্রদান, নতুন কমিটির কার্যক্রমের গত এক মাসের আপডেট শেয়ার, শিশুদের জন্য জবাবদিহিতার বিষয়গুলি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, ইউনিয়ন পরিষদে উপ- কমিটিগুলির নিয়মিত চলমান রাখা ও যথাযথ ভূমিকা পালন করা, পরিরষদে শিশুদের  যথাযথ ভূমিকা পালন করতে পারবে এ বিষয়ের উপর মতামত প্রদান, ওয়ার্কিং গ্রুপ একসাথে কাজ করার জন্য সমঝোতা স্মারক সই করাসহ  উল্লিখিত বিষয় সমূহ তুলে ধরে  আলোকপাত করা হয়। পাশাপাশি আগামীতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।


জানা যায়, জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদের ৫টি উপকমিটির সদস্যদের  প্রশিক্ষন প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P