কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিমান গ্রেফতার

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোকলেছুর রহমান বিমানকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রণচন্ডী ইউপির অবিলের বাজার থেকে এ চেয়ারম্যান ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্র জানায়- রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের রণচন্ডী ইউনিয়ন কমিটির আহবায়ক মোকলেছুর রহমান বিমান (৪০) একটি অনুষ্ঠান শেষে অবিলের বাজারের দিকে যাচ্ছিল। পুলিশ সাদা পোশাক পড়ে তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে উঠে। এ সময় চেয়ারম্যান ও যুবলীগ নেতার সমর্থকরা ওই মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভাংচুর করে। এতে অন্তত ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হল- এসআই আমিনুল, কনস্টেবল মনজুরুল, শরীফ ও সাজ্জাদ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান- রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের রণচন্ডী ইউনিয়নের আহবায়ক মোকলেছুর রহমান বিমানকে গ্রেফতারের সময় তার নেতা কর্মীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভাংচুর করে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।