কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: ঐতিহ্য সংগ্রাম ও সাফল্েযর ৪৭ বছর উদযাপন উপলক্ষে র্যালী ও সমাবেশ করেছেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার (৩ রা সেপ্টেম্বর) মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ইউনিট কিশোরগঞ্জ উপজেলা বিএনপি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অংশ হিসাবে প্রথম প্রহরে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার এবং বিকেলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
উপজেলা বিএনপির আয়োজনে প্রধান আকর্ষণ বর্ণাঢ্য র্যালী। এই র্যালীকে স্মরণীয় ও প্রানবন্ত করতে দুপুরের পর থেকে ৯ ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতী দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, জাসাস’র নেতাকর্মী ও সমর্থকেরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মিনি স্টেডিয়ামে জমায়েত হয়। সেখানে র্যালী পূর্ব সমাবেশে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সঞ্চলনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা বিএনপির সদস্য জিল্লুর রহমান ডালিম, আশরাফ আলী, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন। এসময় দলীয় সঙ্গীত পরিবেশন ও বাদ্যযন্ত্রের তালে তালে র্যালীটি মুখরিত হয়ে ওঠে শ্লোগানে শ্লোগানে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এতে বিএনপি সমর্থিত বিভিন্ন শ্রমিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।