কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার দুপুরে জবাই করে দুলালী বেগম (৬৫) নামে এক নারীকে হত্যা করেছে দুস্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামে।
মৃত দুলালী বেগম (৬৫) গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামের মৃত জমসেলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মৃত জমসেলের স্ত্রী দুলালী বেগমের ছেলে মেয়ে বাহিরে থাকে। তাই দুলালী বেগম মাঝে মধ্যে এ বাড়িতে থাকে, মাঝে মধ্যে মেয়ের বাড়িতে থাকে। দুলালী বেগম আজ শুক্রবার সকালে মেয়ের বাড়ি থেকে এ বাড়িতে আসে। দুপুরে নামাজ শেষে লোকজন তার বাড়ির পাস দিয়ে যাওয়ার সময় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। লোকজন কাছাকাছি গেলে দেখতে পায় দুলালীর রক্তাক্ত দেহ পড়ে আছে। কেউ তাকে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সার্কেল স্যারসহ এসেছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।