কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক সম্পতিতে ভুয়া মালিকানা দাবীদার হয়ে প্রাচীর নির্মানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকার ফজলুল হকের দুই পুত্র আরিফুল ইসলাম মিন্টু ও আব্দুল জলিলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের চৌদ্দ আনি গ্রামে।
অভিযোগ সূত্রে জানাগেছে পুটিমারী ইউনিয়নের চৌদ্দআনি গ্রামের সুশিল চন্দ্র রায়ের নিকট থেকে ২০১০ সালে পুটিমারী মৌজার ১১৪১ দাগে ৮ (আট) শতক জমি কবলামুলে ক্রয় করেন রাজ্জাকুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া আক্তার সুরভী। দীর্ঘ ১৫ বছর ধরে উক্ত জমি তাদের ভোগ দখলীয় অবস্থায় রয়েছে এবং সেখানে তারা বিভিন্ন প্রকার চাষাবাদ করে আসছেন।
সুরাইয়া আক্তার বলেন আমার স্বামী ঢাকায় আমি আমার ছোট মেয়েকে নিয়ে ওই জায়গায় বসবাস করি এবং মাঝে মধ্যে স্বামীর নিকট যাই, সেই সুযোগ বুঝে প্রতিপক্ষের লোকজন আমার সুপারীর গাছ, কলার গাছ এমনকি হাঁস,মুরগীকে বিভিন্ন সময়ে মেডিসিন প্রয়োগ করে মেরে ফেলেন।
২৪ ফেব্রæয়ারি সোমবার সকালে বাউন্ডারী ওয়াল দিতে গেলে ফজলুল হকের দুই পুত্র আরিফুল ইসলাম মিন্টু ও আব্দুল জলিল কাজে বাধা প্রদান করেন এবং কাজ বন্ধ করে দেন। যাওয়ার সময় তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকী প্রদান করেন। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ ফজলুল হকের ছেলে আব্দুল জলিলের সাথে সাক্ষাতে কথা বলার চেষ্টা করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার (সাব-ইন্সপেক্টর(এসআই) নুর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে, বলেন দুই পক্ষই অভিযোগ দায়ের করেছেন।