কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার(২ জানুয়ারি)সন্ধায় উপজেলার দলীয় কার্যালয়ে ৯ ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের উপস্হিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন আরোও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহঃ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু,সিঃ সভাপতি বেলায়েত হোসেন বিলু,কৃষকদলের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, পলাশ ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব তাছুম সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন,দেশনেত্রীর এত জনপ্রিয়তা কিসের জন্য তিনি ছিলেন সৎ,দেশদরদী, আপসহীন নেতৃত্বের কারনে,দায়িত্ববোধ ছিল দেশের জনগনের জন্য পক্ষান্তরে চাইলে বিদেশে পাড়ি দিয়ে সুখে থাকতে পারতেন যান নি, এই বাংলাদেশকে ভালবাসছেন,বাংলাদেশের জনগনকে ভালবেসেছিলেন বলে তার জানাযায় নিজ খরচে আর ভালবাসায় গোটা দেশ থেকে মানুষজন ছুটে গেছে।২৪ ঘন্টায় তার জানাযা বিশ্বের মধ্যে স্মরণীয় ও বরনীয় দিন ৩০ শে ডিসেম্বর হয়ে গেছে।তাই আমাদেরকে নেএীর মত অনুরুপ পরিবর্তন আনতে হবে লক্ষ করুন ২৫ ও ৩০ ডিসেম্বর ঢাকায় বর দুটি সমাগম ছিল দু দিনেই বিএনপির লোকজন সব ময়লা, পানির বোতল, টিস্যু,কাগজ পরিষ্কার করেছে তাই এভাবে আমাদেরকে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। পরিশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।