কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিক সংগঠন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এতে সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, সমাজসেবক রেজাউল আলম স্বপন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াবদুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোতালেব হোসেন, সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাকিল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল শেষে পাচ শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, কিশোরগঞ্জে সাংবাদিক সংগঠনের একটি নতুন দিগন্ত শুরু হয়েছে। বছরের শুরুর দিনে এমন একটি আয়োজন সমাজ ও দেশের জন্য অনেক কল্যানকর হবে। সাংবাদিকরা সমাজের দর্পন, এ সংগঠনে সকল ভালো মানুষ গুনী সাংবাদিক রয়েছে সকলের জন্য সবসময়ই শুভ কামনা। ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সংগঠনটি তরুন মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত। আমরা সবাই মাঠের খবর তুলে আনার চেষ্টা করি। কিশোরগঞ্জে আমরা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সব খবর সবার মাঝে তুলে ধরতে চাই। সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বলেন, আমরা মাঠের খবর তুলে এনে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের মাঝে পৌঁছনোর চেষ্টা করি।কিশোরগঞ্জের গুনি সাংবাদিকদের নিয়ে আমাদের সংগঠনটি যাত্রা শুরু করলো। এতে সংগঠন সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।