মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে এক মাদক সেবনকারীকে ৬ মাসের জেল ও ১ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারী মোঃ এরশাদ আলী (৪০)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অভিযোগ মতে মাদকসেবী এরশাদ আলী মাগুড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মোড়ে মাদক সেবন করছিল। এ সময় জনতা দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরবর্তীতে সেখানে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে মাদকসেবনকারী এরশাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী জানান, মাদক সেবনকারী এরশাদ আলী মাদক সেবন করার সময় জনতার হাতে আটক হন। এমন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে এরশাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়। এতে দন্ডপ্রাপ্ত এরশাদ আলী নিজেই তার দোষ স্বীকার করেন।