নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে মন্ডল বাড়ি। শৈত্যপ্রবাহে নারী, শিশু, বয়স্ক এবং গৃহহীনসহ ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও শীতের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে মাগুড়া ইউনিয়নে প্রায় ৩ শত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে মন্ডল বাড়ী
নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নে মন্ডল বাড়ীর উদ্যোগ এ শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। গরিব ও অসহায় মনুষের মাঝে ৩শত কম্বল বুধলবার( ২১ জানুয়ারি ২০২৬) সকাল ৯ ঘটিকায় বিতরণ করা হয়। এসময় মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এবং মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাথে ছিলেন আবুল কাশেম মন্ডল ফোরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মুসা, এ্যাডকিউ -এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
সাহিত্যিক, সম্পাদক ও সংগঠক মাহফুজার রহমান মন্ডল, ইয়োংলি গ্রুপ চায়নার জিএম জিকরুল আলম মন্ডল,ষ ও নীয়ালা সাংহাই কোম্পানি লিমিটেডের মানেজিং ডিরেক্টর জহির রায়হান মন্ডল -এর সার্বিক সহযোগীতায় এই শীত বস্ত্র অসহায় ও গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাওছার হামিদ,আইনজীবী মোজাম্মেল হক সহ প্রমুখ।