কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার সকাল ৯ টার সময় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ফয়সাল ফিলিং ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলকার নাইনকে বহনকারী জিপ রংপুরে যাওয়ার সময় ফয়সাল ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে অসাবধানতা বশঃত হাফেজ নাজমুল ইসলাম (৩৫) মোটর সাইকেলে করে রাস্তার উপরে উঠলেই জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যায় । এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মুত্য হয়। নিহত হাফেজ নাজমুল ইসলাম বড়ভিটা দলবাড়ী এলাকার মৃত্যু জমসের আলীর ছেলে ও বাজে ডুমুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং জেলা প্রশাসককে রংপুরে যাওয়ার ব্যবস্থা করে দেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন,নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।