কিশোরগঞ্জ(নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক দুইটি মামলায় যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার। ১৯ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধায় মাগুড়া চেকপোষ্ট থেকে তাকে গ্রেফতার করেন কিশোরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার উত্তর দুরাকুটি গ্রামের লৎফর রহমানের ছেলে থাই ও ভিশা চক্রের সদস্য আব্দুল জলিল (২৭)। পুলিশ সুত্রে জানাগেছে তার নামে সাইবার ক্রাইম মামলায় ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। একই রাত আনুমানিক ২টায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের যুবদল নেতা ও গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বাহাদুর রহমানকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায় ওই যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের মামলা রয়েছে। শুক্রবার সকাল ১১টায় কোর্টের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান।