Sunday, 22 December 2024, 02:24 PM

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রতিবন্ধি তরুণীর মৃত্যু

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পুকুরে ডুবে লিমা আক্তার নামে এক প্রতিবন্ধি তরুণীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা হাজিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের লিটন মিয়ার কন্যা।
এলাকাবাসি জানায়, সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টায় বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে এলাকাবাসি পুকুরের পানি থেকে  লিমার লাশ উদ্ধার করেন। নিহত ওই তরুণী বাক প্রতিবন্ধী ও মানষিক ভারসাম্যহীন ছিল। সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।