কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) \ পুর্ব শত্রæতার জের ধরে এ ওয়ান চ্যানেলের নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক আনছারুল হকের উপর হামলা চালায় জিয়াউর রহমান জিয়া গংয়ের লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টায় উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজ পাড়া (নদীরপাড়) এলাকায়। জানাগেছে সবুজ পাড়া গ্রামের আলেপ উদ্দিনের ছেলে সাংবাদিক আনছারুল হক সকাল বেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রেশ করার জন্য রাস্তায় পায়চারী করতে থাকলে মসজিদ সংলগ্ন রাস্তায় পুর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মামলাবাজ জিয়াউর রহমান জিয়া, স্ত্রী শেফালী বেগম এবং চাচাতো ভাই আছাদুল হক এবং জিয়াউর রহমানের মেয়ে জেমি আক্তার একা পেয়ে কোন কিছু বুঝে উঠার আগে তাকে মারধরসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। আহত অবস্থায় সাংবাদিক আনছারুলকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রোগীর অবস্থা আসংখ্যাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সাংবাদিক আনছারুল হক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলা ৬নং ওয়াডে চিকিৎসাধীন আছেন তার বুকে ও পিঠে বড় ধরনের জখম করার ফলে বর্তমান তার অবস্থা আসংখ্যাজনক। ওই গ্রামের প্রতিবেশী মিজানুর রহামান জানান জিয়াউর রহমান জিয়া গংরা অর্থশালী হওয়ায় ইতিপুর্বে দেশীয় অস্ত্র সহ সাংবাদিক আনছারুল হকের বাড়িতে গিয়ে হামলা চালিছিলেন। এদিকে জিয়াউর রহমান জিয়া নিজেকে বাঁচার জন্য তারাও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এলাকাবাসী জানান ঊভয় পরিবারের মধ্যে একটি মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং আদালতে মামলাও রয়েছে।