মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদরিয়ার পার থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানায়, কিশোরগঞ্জ থানার বড়ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভেলার পাড়া গ্রামে আফতাব হাজির বাঁশ বাগানের মাঝে বড়ভিটা জলঢাকা পাকা রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাত (৫৫) বছর বয়সী পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি মুসলিম সম্প্রদায়ের বলে পুলিশ মনে করছে। পরনে হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচরে নগদ ৪৯ হাজার ৭ শত ৫০টাকা পাওয়া গেছে।তিনি মুসলিম সম্প্রদায়ের বলে পুলিশ মনে করছে। ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।