কাওছর হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে ৩জন ব্যক্তি আহত হয়েছেন। ১৬ জুলাই ২০২৫ বুধবার সকালে রুপালী কেশবা ময়দান পাড়া এলাকায় জমিতে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মতিয়ার রহমান (৫২), কালুয়া মামুদের ছেলে সুলতান (৭২) মফছার আলীর ছেলে মহসীন আলী (২১)। তাদেরকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আহত ব্যক্তিরা সকালে নিজ ধানক্ষেতে কাজ করার জন্য মাঠে যায় এ সময় শিয়ালের একটি দল তারা দেয়তে পায় ওই শিয়ালের দলকে ধাওয়া করলে তাদের উপর ঝাপিয়ে পড়ে শরীরে বিভিন্ন স্থানে কামড় দিয়ে পালিয়ে যায়।
এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেন ডা. মেহেদী হাসান।