মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সারে ৫টার দিকে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়গ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, ঘটনার সময় তিনবন্ধু উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বৈইতপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে আমিন আলী(২২)ও একই ইউনিয়নের পূর্বদলিরাম গ্রামের গোলাপ হোসেনের ছেলে রিফাত (২০) ও এনামুলের ছেলে তারিক মোটরসাইকেল যোগে জলঢাকা যাচ্ছিল।
রংপুর-জলঢাকা সড়কের বিপরিত দিক হতে আসছিল একটি প্রাইভেট কার( ঢাকা মেট্রো- গ- ২৮-২৩২৪)। গাড়গ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুথি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল চালক আমিন আলী। গুরুত্বর আহত হয় রিফাত ও তারিক। তাদেরকে একটি মাইক্রোবাসে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসার আগেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী প্রাইভেটকারটি সহ চালককে আটক করেছে।কিশোরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে।