কাওছার হামিদ, কিশোরগঞ্জ নীলফামারী: নীলফামারীর কিশোগঞ্জে সেলিম মিয়া (২৭) নামে একজন থাই ও ভিসা প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৯জুলাই) বিকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম মিয়া একই ইউনিয়নের নিতাই কাছারী পাড়া ড়ুভপসা মৃত ফকির উদ্দিনের ছেলে বলে জানাগেছে। নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের- ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত এ অভিযানের নেতৃত্ব দেন। সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের কাছে টাকা নিয়ে বিদেশ নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। পুলিশ তাকে একাধিকবার ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন। শনিবার সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া সেলিমের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে । রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।