কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভুয়া মালিকানা দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম ও মৃত মজিবর রহমানের ছেলেদের বিরুদ্ধে । অভিযোগ সূত্রে জানাযায় গত ১০ জানুয়ারী ২০২৫ সকাল ১১ ঘটিকায় উপজেলার নিতাই ইউনিয়নের কোরানী পাড়া গ্রামের গোলজার রহমানের পিতা মৃত জাফর উদ্দিন বাড়িমধুপুর মৌজার ২০৫ খনিয়ানে ২৯৩/৩০০/৩২০ দাগে মোট ৮৫ শতক জমি ছিল। উক্ত ৮৫ শতক জমি থেকে ৭১ শতক জমি নজরুল ইসলাম ও মৃত মজিবর রহমান এর নিকট বিক্রি করে এবং অবশিষ্ট জমির মধ্যে ১২ শতাংশ জমি জাফর উদ্দিন তার স্ত্রী গোলেজন নেছাকে দলিল করে দেন। সেই মুলে দীর্ঘ প্রায় ২০/২৫ বছর ধরে উক্ত জমি গোলজার রহমানে দখলে রয়েছে।
ঘটনার দিন গত ১০ জানুয়ারী নজরুল ইসলাম ও তার ভাই মৃত মজিবর রহমানের ছেলেরা ভুয়া মালিকানা দাবী করে নজরুল ইসলামের ছেলে হাফিজ মিয়া ও হামিদুর রহমান, মৃত ছলিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, মৃত মজিবর রহমানের ছেলে রুমেল মিয়া, জিকরুল হকের ছেলে বাদশা মিয়া জমিতে উপস্থিত হইয়া ৩ শতক জমিতে পুর্বের আইল ভেঙ্গে দিয়ে নতুন করে আইল দেন।
খবর পেয়ে গোলজার রহমান ও তার ছেলে রিপন মিয়া জমিতে এসে প্রতিপক্ষের দেওয়া আইল ভেঙ্গে দিয়ে নতুন করে আইল বেঁধে দেন। গোলজার রহমানের ছেলে লিমন মিয়া জানান জমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে সেখানে তারা আদালতকে অমান্য করে উক্ত জমি জবর দখলের চেষ্টা করে। এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুল হাফিজ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ওই জমি আমাদের দখলে ছিল এক দেড় বছর ধরে তারা চাষাবাদ করছেন। জমি সংক্রান্ত মারামারির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ কিশোরগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।