কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা বাহাদুর রহমানকে (৩৫) শুক্রবার দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বাহাদুর রহমান গাড়াগ্রাম ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি, গাড়াগ্রাম ইউপির সদস্য ও পশ্চিম দলিরাম বইদপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত করার মাষ্টার মাইন্ড হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন বানচালের ঘড়যন্ত্র করাসহ দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন আওয়ামী যুবলীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করছে গ্রেফতারকৃত যুবলীগ নেতা বাহাদুর। দীর্ঘ দিন আত্মগোপনে থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা বাহাদুর গাড়াগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ও পতিত আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে পতিত সরকারের সময় যুবলীগের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ রয়েছে। সে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আওয়ামী যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের একত্রিত করছে। তাকে গ্রেফতার করে জেরা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।