বিডি নীয়ালা নিউজ(১৩ই ফেব্রুয়ারী ১৬)-বিনোদন ডেস্কঃ প্রায় এক বছর পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
দীর্ঘ এক বছর সময় ধরে সিনেমা থেকে দূরে ছিলেন তিন। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে মনের মতো ছবির খোঁজ পেলেন পরি।
জানা গেছে, যশরাজ ফিল্মের আগামী ছবি ‘মেরি প্যায়ারি বিন্দু’তে কাজ করবেন তিনি। তিনি নিজেই জানালেন, ছবির সেটটি নাকি পড়তে যাচ্ছে কলকাতায়। সেই সঙ্গে গল্পের কিছুটা অংশও ফাঁস করেছেন তিনি। ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিটি এক উঠতি গায়িকার গল্প। ছবিতে সেই গায়িকার ক্যারিয়ারের পাশাপাশি দেখানো হবে তার প্রেমকাহিনীও।
পরিণীতি জানিয়েছেন, ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ‘ভিকি ডোনার’ খ্যাত আয়ুষ্মান খুরানা। পরিণীতির বিপরীতে আছেন তিনি।
ছবির সেট পড়বে কলকাতায়। তবে এর বেশি আর কিছু বলতে রাজি নন তিনি। ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা। ২০১৫ সালে ‘কিল দিল’ ছবির পর এই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরিণীতি। ছবিতে তিনি একটি গানও গেয়েছেন বলে জানালেন নায়িকা।