Sunday, 22 December 2024, 08:21 AM

কঙ্গনাকে হৃতিকের আইনি নোটিশ

বিডি নীয়ালা নিউজ(১৫ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ বলিউডে হৃতিক রোশন আর কঙ্গনা রানাওয়াতকে নিয়ে যেন আলোচনার শেষ হচ্ছে না। একবার তাদের প্রেমের কথা প্রকাশ পায়, তো আবার তাদের বিচ্ছেদের কথা, আবার দুই জন দুজনের মুখ দেখাদেখি বন্ধ এমন ভাবেও চলেন বিটাউনে।


তবে এখন যে তাদের সম্পর্কের অবনতি হয়েছে তা তাদের দেখলেই অনুমান করা যায়।


সম্প্রতি হৃতিক আইনি নোটিশ পাঠিয়েছেন কঙ্গনার কাছে। কারণ হৃতিকে ইমেজকে নাকি কলঙ্কিত করেছেন কঙ্গনা।


সংবাদমাধ্যমে প্রকাশ, কঙ্গনা যখন প্রকাশ্যে প্রাক্তন প্রেমিক হৃতিক রোশনকে নিয়ে মুখ খুলেছিলেন, তখনই নাকি কিছুটা ভয় পেয়েছিলেন হৃতিক।


নোটিশে নাকি হৃতিক জানিয়েছেন, সাক্ষাৎকারে কঙ্গনা তাঁকে ‘সিলি এক্স’ বলেছেন। সেই কারণে কঙ্গনার সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমা চাওয়া উচিত।


কঙ্গনাও নাকি সেই নোটিসের উপযুক্ত জবাব দিয়েছেন। তাঁর আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকি ২১ পাতার একটি উত্তর পাঠিয়েছেন।


সেখানে বলা হয়েছে, কঙ্গনা যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তার কোথাও তিনি হৃতিক রোশনের নাম নেননি। তাহলে মানহানি হল কোথায়?


আশিকি ৩ থেকে কঙ্গনা রানাওয়াতকে বাদ দেওয়ার কথা নাকি বলেছিলেন হৃতিক। জানিয়েছিলেন, কঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আপত্তি আছে তাঁর।


তখনই কঙ্গনা বলেছিলেন, প্রাক্তনরা কেন এমন কাজ করেন, তিনি বুঝতে পারেন না। তাঁর কাছে এখন সেই চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে।