Thursday, 29 January 2026, 11:21 PM

কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন...

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের এসআই মাহিন সরওয়ার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মো. রেজাউল হোছাইন অভিযান পরিচালনা করে চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে রাতেই থানা হেফাজতে রাখা হয়। গ্রেফতারকৃত আসামি মো.সালাউদ্দিন (৩৮) পিতা আব্দুর রহিম, মাতা পরান খাতুন, অলি আহম্মদের বাড়ী,চরলক্ষ্যা ০৬নং ওয়ার্ডের বাসিন্দা।রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর কতিপয় সক্রিয় নেতা কর্মী নিয়া যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হইয়া কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউপিস্থ সৈন্যারটেক তাজ রিজেন্সি হল (কমিউনিটি সেন্টার) এর ভিতরে মিছিল সহকারে জনমনে আতংক ও ভীতি সৃষ্টি করিয়া বিভিন্ন স্লোগান দিয়া মিছিল করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ঘটনাস্থলে বাদী পৌঁছানোর পূর্বেই আসামীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় ১-৫নং আসামীর নাম ঠিকানা সংগ্রহ করতে পারলেও অজ্ঞাতনামা ৬০/৭০ জন আসামীর মধ্যে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান আসামীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে৷ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P