মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলার পশ্চিম মাহমুদপুর সাঞ্জা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সোহাগ ইসলামের ছেলে ফারহান ইসলাম (২) ও শ্যামলের ছেলে মো. শাফায়েত (১)
জানা গেছে, দুপুর ২টার দিকে শিশুরা নিখোঁজ হলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় বাড়ির পাশের ছোট্ট খালের দিকে খুঁজতে যান স্থানীয়রা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই খাল থেকেই শিশু দুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা দ্রুত তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের জেলা আধুনিক হাসপাতালে রেফার করেন। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামান বলেন, আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় পেয়েছি। প্রথমে ক্ষেতলাল হাসপাতালে নিয়ে যাই, পরে সেখান থেকে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।