Friday, 18 April 2025, 02:59 AM

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬৯...

সাব্বির হোসাইন, কুমিল্লা: সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৫ সনের এসএসসি পরীক্ষা। আগামী ১০ এপ্রিল হতে ১৩মে পর্যন্ত বিষয় ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ১৫ মে হতে ২২ মে পর্যন্ত সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। আন্ত: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০৯২৫ সনের এসএসসি পরীক্ষা শিক্ষাবোর্ডের ৬টি জেলায় ২৭৩ টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন এবং ছাত্র পরীক্ষার্থী ৭০ হাজার ১৫০ জন। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৪৬৫ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ২৬ হাজার ২১৫ জন। সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৫৪ হাজার ৬৬২ জন।


কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিবন্ধনকৃত ১ লাখ ৯৩ হাজার ৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করছে না ২৩ হাজার ৩৫১ জন।


কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার মধ্যে জেলাওয়ারী এসএসসি পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে অংশগ্রহনকারী পারীক্ষার্থী ৬৫ হাজার ৭২৯ জন, ব্রাহ্মণবাড়ীয়া জেলায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৯ হাজার ৮৬৮ জন, চাঁদপুর জেলায় ৪৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৮ জাজার ১১০ জন, নোয়াখালী জেলায় ৪২টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৩ হাজার ৫২২ জন,ফেনী জেলায় ২২টি কেন্দ্রে ১৮ হাজার ২২১ জন পরীক্ষার্থী এবং লক্ষীপুর জেলায় ২২টি কেন্দ্রে ১৭ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।


 কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, ২০২৫ সনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলাওয়ারী পরীক্ষা গ্রহণের জন্য সরঞ্জামাদি পৌছানো হয়েছে। কেন্দ্র সচিবদের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। তিনি পরীক্ষার সময় যে কোনো সমস্যা সমাধানে শিক্ষাবোর্ডের কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা এ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ঢাকা মেইলকে জানান, জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং  আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P