Sunday, 09 March 2025, 08:55 PM

কুমিল্লার দাউদকান্দিতে অধ্যক্ষ পদায়ন নিয়ে সংঘর্ষ, আহত ৪...

সাব্বির হোসাইন, কুমিল্লা:  কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদায়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছে। বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজনসহ শিক্ষার্থীদের একটি পক্ষ। আগের অধ্যক্ষ জসিম উদ্দিনকে ফিরিয়ে আনতে চায় শিক্ষার্থীদের অপর একটি পক্ষ। এর জেরে আজ মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় আহত চার শিক্ষার্থী গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

মারামারিতে বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এমনকি বহিরাগতদের হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  


দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, ‘বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের সাথে একটি গ্রুপের সংঘর্ষ বাধে। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি। তবে স্থানীয়রা জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।


দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। আর কারা এই ঘটনা ঘটিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P