Friday, 05 December 2025, 04:52 PM

কুমিল্লায় বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবিতে বিক্ষোভ...

সাব্বির হোসাইন, কুমিল্লা: জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, নির্বাচনে পি আর পদ্ধতি বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধকরণ, আওয়ামী লীগ দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন খেলাফত মজলিস।


আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা মো: সোলাইমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  খেলাফত মসলিসের ৫ দফা দাবিগুলো হলো- ১. জুলাই সনদের বাস্তবায়ন। 


২. আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টিও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।  ৩. আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি।  ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা  ৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পি.আর পদ্ধতি বাস্তবায়ন। 


বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সংগ্রামী সভাপতি মাওলানা সুলাইমান, সেক্রেটারি মুফতি ইমাম হোসাইন, জেলা সভাপতি মাওলানা অলিউল্লাহ, জেলা সেক্রেটারি মুফতি মনিরুল ইসলাম কাসেমী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোজাম্মেল, সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ মুন্সি, মহানগরী জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিন কিবরিয়া, মাওলানা শরীফ আহমদ আশরাফী, মাওলানা ওলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম এ মামুন, প্রচার সম্পাদক হাফেজ আবু সাঈদ সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P