Sunday, 09 March 2025, 08:48 PM

কুমিল্লায় ছাত্র আন্দোলনে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেফতার...

সাব্বির হোসাইন, কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদরে সেনাবাহিনীর একটি অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি ৭.৬৫ মিমি পিস্তল, চীনা চাপাতি ও দেশীয় অস্ত্রসহ বিপুল অস্ত্র।


গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন, জাকির (৩৮) ও লিটন (৪২), মঙ্গলবার (১৪ জুন) সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প-১ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান। 


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১০টা থেকে শুরু হওয়া এই অভিযান রাতভর চলে। প্রথমে সন্ত্রাসী জাকির (৩৮)-এর বাড়িতে অভিযান চালানো হয়। জাকির পালানোর চেষ্টা করলেও তাকে বাড়ির বিছানার নিচ থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।


এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় সন্ত্রাসী লিটন (৪২)-এর বাড়িতে অভিযান চালানো হয়। লিটনের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি।


আটক দুই সন্ত্রাসী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, এসব অস্ত্র স্থানীয় ছাত্র আন্দোলনে ব্যবহৃত হতো। অভিযান শেষে আসামিসহ উদ্ধারকৃত অস্ত্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


ক্যাপ্টেন সাদমান বলেন, “২৩ বীর কুমিল্লাকে সন্ত্রাসমুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। এ অভিযানের সাফল্য আমাদের সাহস ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই অভিযানে কুমিল্লার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে। তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P