আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের সীমান্তে ভারতীয় মদ, ভারতীয় রুপি, অবৈধ প্রসাধনী সামগ্রী এবং সৌদি রিয়ালসহ একজন ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনস্থ পাটগ্রাম উপজেলার বুড়িমারী বিওপি'র টহলদল কর্তৃক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পিলার-৮৪২/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিরো পয়েন্ট, নামক স্থানে আসামী মোঃ ফিরোজ রহমান (৩৫), পিতা-মৃত ইয়াকুব রহমান, গ্রাম-১৫৪ নগর চ্যাংড়াবান্ধা, পোস্ট-চ্যাংড়াবান্ধা, থানা-চ্যাংড়াবান্ধা ও জেলা-কুচবিহারকে ভারতীয় মদ-০১ বোতল, ভারতীয় স্কীন সাইন ক্রীম-৩৯০ পিস, ভারতীয় সিসা তেল-১৬ পিস, স্মার্ট মোবাইল ফোন-০১ টি, ভারতীয় সীমকার্ড-০১টি, ভারতীয় নগদ অর্থ-১১৯০ রুপি এবং সৌদি নগদ অর্থ-০৫ রিয়ালসহ আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১,৪৫,২৩৫/-(এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত পঁয়ত্রিশ) টাকা। পরে বিজিবি ভারতীয় নাগরিককে মালামাল সহ পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।