আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আয়োজনে সোমবার দিনব্যাপী শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মেডিকেল ক্যাম্পেইনে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসক দল কর্তৃক মহিলা রোগী-১৮৫ জন, শিশু রোগী-৪৫ জন এবং পুরুষ রোগী-১৬৫ জনসহ মোট-৩৯৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। তিনি বলেন, ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ জনগণের মাঝে বিপুল পরিমান ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ধরণের চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়াও একই স্থানে অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি এর সভাপতিত্ত্বে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধিনায়ক বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণ যাতে হত্যার শিকার না হয় সে লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমেও সকলকে প্রেষণা প্রদান করা হচ্ছে।
উক্ত সভায় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Login To Leave a Comment