আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণ পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার। বৃহস্পতিবার সন্ধার পরে জেলার হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা ফিলিংষ্টেশন এর পশ্চিমে বিসমিল্লাহ হোটেল (সাবেক আলাউদ্দিন হোটেল) এর সামনে অতর্কিত হামলা করেন সাংবাদিক আব্দুর রহিমের উপর।
ঘটনার পরে সাংবাদিক রহিমকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যানা গেছে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সময়ের সরকারি দলের লাঠির মিছিলের ভিডিও ধারণ করতে গেলে আনন্দ টেলিভিশন এর লালমনিরহাট জেলা প্রতিনিধি ও ভোরের দর্পণ পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা করেন ছাত্রলীগ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ৩ মার্চ হাতীবান্ধা থানায় একটি লিখিত এজাহার দেন সাংবাদিক আব্দুর রহিম। সেই মামলার আসামী সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন এর ছেলে বিএনপির নব্য যুবদল কর্মী বিপ্লব ও তার ভাই সহ আরো প্রায় ১০ জন ব্যাক্তি একত্রিত হয়ে সাংবাদিক আব্দুর রহিম এর উপর সন্ত্রাসী হামলা করেন। এমন ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছেন রংপুর বিভাগের সকল সাংবাদিক সংগঠনের নেতারা।
সেই সাথে অতি দুরত্ব সময়ের মধ্যে হামলা কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। বিশ্বস্ত সুত্রে জানা গেছে হামলার পুর্বে হামলাকারী বিপ্লব ও তার দলবল সহ উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলু সহ পরিকল্পনা করে হামলা করা হয়।
তবে হামলার বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন বিষয়টি জানার পর তাৎক্ষণিক আমি সহ আমার পুলিশ অফিসাররা সেখানে যাই এবং রাতেই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা