লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামের একজন প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে তাওহিদুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ আগস্ট রাত ১০টার দিকে গোপালপুর -লালপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড পাশে থেকে লাশ উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার থেকে একটি ধারালো ছুরি জব্দ করেছে পুলিশ। প্রাইভেটকারটি থানায় আছে বলে জানা গেছে। নিহত ওই চালক কুষ্টিয়া জেলার ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকার বামনপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
আর আটককৃত ওই যুবক একই জেলার দৌলতপুরের বাহিরমালি এলাকার মহিদুল ইসলামের ছেলে। জানা যায়, তাওহিদুল ভেড়ামারা থেকে প্রাইভেটকারটি ভাড়া করে নিয়ে নাটোরের বনপাড়া যাচ্ছিল।
এঘটনায় নিহত সাইদুরের ভাই মোঃ আলমগীর বাদি হয়ে অজ্ঞাতনামা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে রাতেই একজন কে আটক করা হয়েছে। এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। আর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।