দাবানল প্রতিবেদক কিশোরগঞ্জ(নীলফামারী)\ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান মাগুড়া বাজার নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ২৫ নভেম্বর এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর পেশকরবেন মাওলানা মুফতী ইলিয়াছুর রহমান,মাওলানা মুফতী মফিদুল ইসলাম সাইফি। মাহফিল উদ্বোধন করবেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, প্রধান অতিথি হিবেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর রহমান শাহীন, প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জজকোটের এডভোকেট আশেকুল হক দুলাল,সভা পরিচালনা করবেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আবু হোসেন। উক্ত তাফসীরুল কোন মাহফিলে সভাপতিত্ব করবেন ডাঃ মোঃ সাহাবুল হোসেন। আরোজগুজার হাফেজ মাওলানা সায়েম আহমদ মোহতামীম (ভারঃ) মাগুড়া বাজার নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা।