কাওছার হামদি, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী (নাটোর), বিশেষ মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকবেন বিশনন্দী বাজার কেন্দ্রীয় জামে সমজিদ,নারায়ন,ঢাকার খতীব হযরত মাওলানা মুফতি আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও নারিশ পোল্ট্রি ফিড এন্ড হ্যাচারী লিঃ এর পরিবেশ শাহানুর রহমান (শাহীন), মাহফিল উদ্বোধন করবেন আলহাজ্ব আশেকুল হক দুলাল, এ্যাডভোকেট, জজকোট,ঢাকা। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসার সভাপতি ডাঃ সাহাবুল হোসেন, উক্ত মাহফিলে যথা সময় উপস্থিত থাকার জন্য অত্র মাদরাসার সাধারণ সম্পাদক আবু হোসেন আহবান জানিয়েছেন।